Bangladeshi expats making parents happy by helicopter rides

 Father's wish to have son's wedding in helicopter fulfilled as bride and groom from Canada rides heli

Saudi based Non Resident Bangladeshi from Madaripur fulfills parents desire for helicopter

Italy based Bangladeshi fulfills parents wish to bring bride by chopper

গ্রামে প্রথম নামলো হেলিকপ্টার। তা দেখতে কৌতূহলবশত আশপাশের সহস্রাধিক মানুষ ভিড় জমান। ঘটনাটি শরীয়তপুর গোসাইরহাট উপজেলার ছোট কাচনা গ্রামের।  জানা যায়, ওই গ্রামের মৃত মাস্টার মতিউর রহমান বাঘার ছেলে নিয়াজ মোর্শেদ রাজিব (৩৬) একযুগ ধরে ইতালির রোমে থাকেন। ছুটিতে তিনি শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে নামেন। মা নারগিস বেগমের (৬৫) স্বপ্ন পূরণে রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মাকে নিয়ে গ্রামে যান রাজিব। 

দুপুর ১২ টার দিকে গ্রামের খান বাড়ির মাঠে হেলিকপ্টারটি নামে।   হেলিকপ্টার নিয়ে গ্রামে গেলেন ইতালি প্রবাসী যুবক  হেলিকপ্টার ও মাকে আনা হবে এমন খবর আগেই প্রচার হয় গ্রামে। আশপাশের সহস্রাধিক মানুষ জড়ো হন ছোট কাচনা গ্রামে। হেলিকপ্টার থেকে নেমে আসার পর গ্রামবাসী মা-ছেলেকে ফুল দিয়ে বরণ করেন। পরে গ্রামবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।  শামসুদ্দিন সিকদার, তুশমিতা আক্তার, হিমেল, মোতালেব সরকার, ফুলন নেছাসহ গ্রামবাসী বলেন, আমাদের অজপাড়া গাঁয়ে এই প্রথম হেলিকপ্টার এসে নামলো।      

তাই কৌতূহলবশত আমাদের গ্রামের রাজিব তার মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে করে গ্রামে এসেছেন। হেলিকপ্টার ও রাজিবের মাকে দেখতে এসেছি।  হেলিকপ্টার নিয়ে গ্রামে গেলেন ইতালি প্রবাসী যুবক   নিয়াজ মোর্শেদ রাজিব বলেন, আমার মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টার গ্রামের বাড়িতে আসবে। মায়ের প্রতি ভালোবাসা থেকে চেষ্টা করেছি। মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে ভালো লাগছে, আনন্দ লাগছে। অনেকদিন পর গ্রামের লোকদের দেখে খুবই ভালো লাগছে। হেলিকপ্টারে আমি, মা, বোন, খালাতো ভাই ও খালাতো বোন এসেছি।  রাজিবের মা নারগিস বেগম বলেন, আমার আশা ও স্বপ্ন পূরণ করেছে ছেলে রাজিব। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ছেলের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন।  নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক জাগো নিউজকে বলেন, হেলিকপ্টারে করে রাজিব তার মাকে গ্রামে এনেছেন। এমন খবর পেয়ে গ্রামের সহস্রাধিক মানুষ জড়ো হয়েছিল। এটা মায়ের প্রতি ছেলের অন্যরকম ভালোবাসা।

Italy based Bangladeshi from Monshiganj Tongi Bai Upozela fulfills parents desire to him get married in heli
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন তুরজল মোল্লা নামে এক ইতালি প্রবাসী। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে হেলিকপ্টারে চরে কনের বাড়িতে যান তুরজল। এ সময় অসুস্থ বাবাকেও সঙ্গে নিয়ে যান তিনি। তবে বাকি বরযাত্রীরা যান গাড়িতে চড়ে।

বাবার স্বপ্ন পূরণ, হেলিকপ্টারে চড়ে বিয়ে! Marriage in Natore makes parents happy due to helicopter

Comments

Popular posts from this blog

Mace Amazes America

Concept, Copter and Consumer

FlyNow Aviation and their coaxial ultralight electric helicopter UAM PAV